রাজগঞ্জ, ২৪ ডিসেম্বর: বোনাস সহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে বন্ধ রাজগঞ্জের লাম্বাবালা চা বাগান।
জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর থেকে একটানা বাগান বন্ধ থাকার পর ১৩ ডিসেম্বর খুললেও ফের ১৮ ডিসেম্বর বন্ধ হয়ে যায়।রাজগঞ্জের লাম্বাবালা চা বাগানে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করেন।
চা বাগানের শ্রমিক ইউনিয়নের সম্পাদক মাহান কেরকাট্টা বলেন, মালিকপক্ষ শ্রমিকদের বোনাস দিচ্ছেন না।কয়েকজন স্থায়ী শ্রমিককে অস্থায়ী করে রেখেছেন।বকেয়া অর্থ দিচ্ছেন না।তাদের দাবি মানা হলে শ্রমিকরা কাজে যোগ দেবেন।একই অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বিধান রায়ও।
যদিও বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকরা যখন-তখন কিছু দাবি তুলে চা বাগান বন্ধ করে দিচ্ছে।গত ২১ ডিসেম্বর বোনাস পাঠানো হলেও শ্রমিকরা বোনাস নেয়নি। শ্মিকরা সঠিকভাবে কাজ করলে বকেয়া অর্থ দিয়ে দেওয়া হবে।কিন্তু শ্রমিকরা কাজ না করায় বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।বাগানে ঢোকার রাস্তাও বন্ধ করে দিয়েছে।ফলে বাগান পরিচর্যা করা যাচ্ছে না।এভাবে চলতে থাকলে বাগানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি।