শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ করোনার তথ্য গোপন না করে তা স্বচ্ছতার সাথে জনসম্মুখে প্রকাশ করা হোক। এমনই দাবী জানিয়ে শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারকলিপি দিল জেলা সিপিএম।
বুধবার দার্জিলিং জেলা সম্পাদক জিবেশ সরকারের নেতৃত্বে ৪ জনের একটি প্রতিনিধিদল শিলিগুড়িতে দশ দফা দাবি নিয়ে মহকুমাশাসক সুমন্ত সহায়কে স্মারকলিপি প্রদান করেন।
জিবেশ সরকার জানান, লকডাউন হলেও সঠিকভাবে র্যাপিড টেস্ট করা হচ্ছে না। যার দরুন সঠিক তথ্য উঠে আসছে না জনসম্মুখে। রাজ্য সরকারের উচিত সঠিক তথ্য প্রকাশ করা, যাতে মানুষ সচেতন হয়। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সঠিক পরিকাঠামো তৈরি করে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা।এদিন তিনি রেশন কার্ডের ফর্ম বিলি নিয়ে তৃণমূলের রাজনীতি নিয়েও স্মারকলিপির মাধ্যমে জানানো হয়।