মংপং, ২৮ জানুয়ারিঃ বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা।মৃত্যু হল ৪ জনের।গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মংপং এর কাছে রুংডুং সেতুতে।মৃতদের নাম শাহিল শেখ(২৩), শুক্লা কুন্ডু(৫৭), তিলক মন্ডল এবং রাজু শেখ।মৃতদের মধ্যে দুজন শিলিগুড়ির বাসিন্দা।ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
জানা গিয়েছে, শিলিগুড়িতে থেকে বানারহাটে বিয়ে করতে গিয়েছিলেন রাজেশ এক্কা।রাতে বিয়ে সেরে চারচাকা গাড়িতে করে বাড়িতে ফিরছিল নব দম্পতি সহ অন্যান্য বরযাত্রীরা।তবে মাঝপথেই ঘটে দুর্ঘটনা।মংপং থানার রুংডুং সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় গাড়িটি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মংপং ফাঁড়ির পুলিশ।ঘটনার পরই আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকেরা।আরও ২ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।এদিকে নব দম্পতি সহ বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কালিম্পং জেলার মংপং ফাঁড়ির ওসি মঙ্গল সিং লো বলেন, রাত ১ টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে।শনিবার ক্রেনের সাহায্যে গাড়িটিকে তোলা হয়েছে।ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।ঘটনার তদন্ত চলছে।