শিলিগুড়ি, ২৮ মেঃ বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম নীল দে ওরফে মলয় দে।
জানা গিয়েছে, কিছুদিন আগে অভিযুক্ত যুবকের সঙ্গে কলকাতার বাসিন্দা এক যুবতীর সঙ্গে পরিচয় হয়।পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে যুবক।এমনকি যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকাও নেয় অভিযুক্ত।এরপর থেকে যুবতীর সঙ্গে দূরত্ব তৈরি করে যুবক।
এদিকে যুবকের কাছ থেকে টাকা ফেরত চাইলে যুবতীর সঙ্গে অভদ্র ব্যবহার ও মারধরও করে অভিযুক্ত।ঘটনার পর হয় ১৬ তারিখ আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে যুবতী।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আশিঘর এলাকায় ঘর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।