নকশালবাড়ি,২৮ সেপ্টেম্বরঃ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য নকশালবাড়ির সাতভাইয়া এলাকায়।মৃতের নাম অর্জুন কেরকাট্টা।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩ মাস আগে বিয়ে হয় অর্জুনের।এদিন ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ির লোকেরা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে।ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় নকশালবাড়ি থানার পুলিশ।গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।