শিলিগুড়ি,২৪ এপ্রিলঃ বিয়ের দুবছরের মধ্যেই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারি এলাকায়।মৃত গৃহবধূর নাম সাবিত্রী শাহ।রবিবার সন্ধ্যায় গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার শ্বশুরবাড়ির লোকজন।এরপর দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
জানা গিয়েছে, ২০২১ সালে আলিপুরদুয়ারের বাসিন্দা সাবিত্রী শাহ এর সঙ্গে বিয়ে হয় শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা বিজয় কুমারের।তাদের এক পুত্র সন্তানও রয়েছে।মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই বিজয় ও তার পরিবারের সদস্যরা সাবিত্রীর ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। রবিবার রাতে তাদের কাছে খবর যায় যে সাবিত্রী আত্মহত্যা করেছে।যদিও মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, সাবিত্রীকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকেরা।বিজয় ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তারা।ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধূর স্বামী বিজয় কুমারকে আটক করেছে পুলিশ।