শিলিগুড়ি, ৯ এপ্রিলঃ বিয়ের অনুষ্ঠানে এসে লকডাউনের জেরে শিলিগুড়িতে আটকে রয়েছেন ২৫ জন।কবে বাড়ি ফিরতে পারবেন সেই আশায় বসে রয়েছেন।কোনোদিন একবেলা খবার পেলেও অন্যবেলা হয়তো না খেয়েই কাটাতে হচ্ছে।এমনই অবস্থায় রয়েছেন তাঁরা।
শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার বাসিন্দা মহম্মদ হাদিস।পেশায় ধোপা।১৯ মার্চ মেয়ের বিয়ে ছিল।২১ মার্চ ছিল বৌভাত।আমন্ত্রণ রক্ষায় বিহার থেকে এসেছিলেন ২৫ জন আত্মীয়।যাদের মধ্যে রয়েছেন শিশু ও গর্ভবতী মহিলারাও।কিন্তু লকডাউনের জেরে আর বাড়ি যেতে পারেননি।তারা এখন আটকে রয়েছেন দেশবন্ধুপাড়াতেই।কিন্তু মহম্মদ হাদিসের ছোট্ট ঘরে যেমন থাকার জায়গা নেই।তেমনি এতোজনের রোজ খাবার জোগাড় করতেও সমস্যায় পড়তে হচ্ছে।এই অবস্থায় এলাকার কাউন্সিলর ও অনেকেই এগিয়ে এসেছেন৷কিছু কিছু করে খাবার দিচ্ছেন।এখন আশায় কবে ফিরবেন আটকে থাকা আত্মীয়রা।