বিয়েতে উপস্থিত থাকতে পারবেন ১০০ জন অতিথি, নতুন প্রস্তাব লোকসভায়

নিউজ ডেস্কঃ বিয়েতে উপস্থিত থাকতে পারবেন ১০০ জন অতিথি, খাবারের পদও ১০ এর বেশি নয়। একবার বিল পাশ হলেই এই নয়া আইন লাগু হবে দেশে। এর ফলে কমবে বাড়তি খরচ, সেই টাকায় উপকৃত হতে পারবেন অন্য কেউ। 


আমাদের দেশে বিয়ে মানেই দেদার আয়োজন, প্রচুর অতিথি, রকমারি খাবার। আর এসব আয়োজনের বিশাল খরচ। এই খরচ জোগাতে হিমশিম খেতে হয় অনেককেই। বিয়ে দিতে গিয়ে পরিবারের জমি-বাড়ি বন্দক, বিক্রি, ঋণ এসবের খবর হামেশাই পাওয়া যায়। বিয়েতে প্রচুর পরিমাণে খরচ হয় দুই পরিবারের।এছাড়াও অনেক ক্ষেত্রেই খাবার অপচয় হয়।

তবে এই রীতি বদল করতে এবারে নতুন বিলের প্রস্তাব হল লোকসভায়। ওই বিলে বলা হয়েছে এমন আইন পাস করানো হোক যাতে বিয়ে বাড়িতে ১০০-র বেশি অতিথিকে নেমন্তন্ন না করা যায়! এমনকী, বিয়ে উপলক্ষে ১০টির বেশি পদ খাওয়ানো যাবে না অতিথিদের।


এই বিলের আসল উদ্দেশ্য, বিয়েতে বাজে খরচ কমানো। পঞ্জাবের কংগ্রেস সাংসদ যশবীর সিং এই বিল লোকসভায় পেশ করেন ২০২০ সালে। বিয়ে বাড়ির খরচ সবার জন্য একটি নির্ধারিত সীমায় বেঁধে দেওয়ার প্রস্তাব করা হয় সেই বিলে। এই বিলে বলা হয়েছে বিয়ে বাড়ির অতিরিক্ত খরচ গরিব-দুঃস্থদের উপকারে লাগানো যেতে পারে। এই বিল পাশ হলে ছেলে অথবা মেয়ের বিয়ে নিয়ে পরিবারের দুশ্চিন্তা অনেকটাই কমবে।

3 thoughts on “বিয়েতে উপস্থিত থাকতে পারবেন ১০০ জন অতিথি, নতুন প্রস্তাব লোকসভায়

  1. Diya sarkar says:

    Ha aita howa dorkar…. Karon onk maay maa baba ai bia dite gia bipod a pore…. Aita howa dorkar… Khoti nei…. Je besi khowa te chai khowate pare but gorib der hole bhaloi bole krp. Hobe na…. Amio chai sorkar aita koruk

    Thank you ❤

  2. Diya sarkar says:

    Ha aita howa dorkar…. Karon onk maay maa baba ai bia dite gia bipod a pore…. Aita howa dorkar… Khoti nei…. Je besi khowa te chai khowate pare but gorib der hole bhaloi bole krp. Hobe na…. Amio chai sorkar aita koruk

    Thank you ❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş