ফুলবাড়ি, ৫ ডিসেম্বরঃ একই রাতে পরপর পৃথক দুটি পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই যুবক। বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড় এবং পূর্ব ধনতলা এলাকায় ঘটে মর্মান্তিক দুটি দুর্ঘটনা। মৃতরা হল শিলিগুড়ির উত্তর ভারতনগরের বাসিন্দা সায়ন মিত্র (২৫) এবং আলিপুরদুয়ার জেলার দক্ষিণ কামাক্ষাগুড়ির মনোজ বর্মন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় সাড়ে দশটা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ি ব্যাটেলিয়ান মোড়ে।মোটরবাইক দূর্ঘটনায় গুরুতর জখম হন সায়ন মিত্র।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, প্রায় আধাঘণ্টা পর রাত এগারোটা নাগাদ ফুলবাড়ির তিস্তা ক্যানেল রোড সংলগ্ন পূর্ব ধনতলা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা।সেখানেও বাইক দুর্ঘটনার জেরে মৃত্যু হয় মনোজ বর্মন নামে এক যুবকের।
খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুই যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

