শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ কয়েক কোটি টাকা প্রতারণার ঘটনায় শিলিগুড়ি থেকে দুজনকে গ্রেফতার করল দিল্লী পুলিশের সাইবার ক্রাইম টিম।ইতিমধ্যেই আদালতের নির্দেশানুযায়ী ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।ধৃতরা হল অজীব লিয়াকত খান(৩৬) ও আকাশ সিং রাজপুত(২৭)।এদের মধ্যে অজীব লিয়াকত খান দিল্লী এবং আকাশ সিং রাজপুত মধ্যপ্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে, গত কয়েক মাস আগে নয়ডা সাইবার ক্রাইম থানায় লাইফ ইন্সোরেন্স এর নামে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।ঘটনার তদন্তে নেমে সাতজনকে গ্রেফতার করে দিল্লীর সাইবার ক্রাইম টিম।যদিও ঘটনার সঙ্গে জড়িত আরও দুজন অভিযুক্ত পলাতক ছিল।তাদের মোবাইল ফোন ট্র্যাক করে বুধবার শিলিগুড়ি এসে পৌছায় দিল্লী পুলিশ।এরপর প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় উৎপলনগরের চিল্ড্রেন পার্ক সংলগ্ন এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অজীব লিয়াকত খান এবং আকাশ সিং রাজপুতকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।পরে আদালতের নির্দেশে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে দিল্লীর উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।