রাজগঞ্জ, ১৮ জুলাই: বার্ধক্যভাতা নবীকরণে লম্বা লাইন উপভোক্তাদের। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে উপভোক্তাদের লম্বা লাইন দেখা যায়।
বার্ধক্য ভাতা প্রকল্পে ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষেরা প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। সেই ভাতা নবীকরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিচরন ভিটা, চাকিয়াভিটা, ভোট পাড়া, ৯নং কলোনি সহ বিভিন্ন এলাকার বার্ধক্য ভাতা পাওয়া উপভোক্তাদের নবীকরণের কাজ করা হচ্ছে।
বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ জানান, চলতি মাসের ১২ তারিখ থেকে এই ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ বয়স পেনশন স্কিম বা বার্ধক্য ভাতা নবীকরণের কাজ চলছে। যেখানে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু উপভোক্তারা আসছেন। তারা তাদের নবীকরণের কাজ করাচ্ছেন। শুক্রবার পর্যন্ত চলবে।