শিলিগুড়ি, ১৪ জুনঃ শিলিগুড়িতে প্রতিনিয়ত সন্ধ্যায় লোডশেডিং।যার জেরে ভোগান্তির শিকার আমজনতা। তার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির হাকিমপাড়া বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি এবং সিপিআইএম।
বুধবার ভারতীয় জনতা পার্টি ৩ নম্বর মন্ডল কমিটি এবং সিপিআইএম শিলিগুড়ি ৩ নম্বর এরিয়া কমিটি তরফে মিছিল করে হাকিমপাড় বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়।বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
বিজেপি ও সিপিআইএম এর অভিযোগ, প্রতিদিন শহরে লোডশেডিং হচ্ছে। যার ফলে গরমে ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরবাসীকে।লোডশেডিং বন্ধ ও শহরবাসী যাতে সঠিক বিদ্যুৎ পরিষেবা পায় তার দাবি তুলে ধরেন তারা।পাশাপাশি তিন মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল দেওয়ার ব্যবস্থা করার দাবি করেন তারা।