বিজেপি বিধায়কদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস

শিলিগুড়ি, ২৯ জুনঃ উত্তরবঙ্গকে আলাদা দাবি তুলেছেন কয়েকজন বিজেপি নেতা।এরপর থেকেই এর বিরুদ্ধে সবর হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।


জানা গিয়েছে, আজ দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারির নেতৃত্বে কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের অভিযোগ তুলে আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, দার্জিলিঙের বিধায়ক নীরজ জিম্বার নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

মাটিগাড়া-নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকারের উপস্থিতিতে শিলিগুড়ি থানার আইসিকে অভিযোগ পত্র তুলে দেওয়া হয়েছে।এদিনের কর্মসূচিতে অখিল ভারতীয় কংগ্রেস কমিটির সদস্য মোহন শর্মা, জলপাইগুড়ি যুব কংগ্রেসের সভাপতি বাপি চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *