শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এনজেপি থানার সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি।
জানা গিয়েছে, রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যার্টার্জীর নেতৃত্বে এনজেপি থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপির জলপাইগুড়ি জেলা যুব ও মন্ডল কমিটির সদস্যরা।বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীদের বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।এই সমস্ত অভিযোগ নিয়ে এদিন মিছিল করে এনজেপি থানায় পৌঁছান বিজেপি কর্মী সমর্থকেরা।এরপর থানার গেটের মধ্যেই তাদের আটকে দেয় পুলিশ।এরপর গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে তারা।পরবর্তীতে বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব থানায় গিয়ে স্মারকলিপি জমা দেন।
এই বিষয়ে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এনজেপি এলাকায় অবৈধ নেশার কারবারীদের রমরমা ব্যাবসা চললেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।মহিলাদের নিরাপত্তা নেই।সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।এই কারণে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি।
