কোচবিহার, ২৩ জানুয়ারিঃ দিনহাটা এক নম্বর ব্লকে বিজেপির অঞ্চল সম্মেলন করা নিয়ে উত্তেজনা ছড়াল।
জানা গিয়েছে, আগামী ২৪ জানুয়ারি দিনহাটা এক নম্বর ব্লকের সিতাই বিধানসভার মাতালহাট স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বিজেপির অঞ্চল সম্মেলন রয়েছে।বিজেপির অভিযোগ, আজ সকালে ওই মাঠে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়।বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে গেলে দুই দলের কর্মীদের মধ্যে বিবাদ বাঁধে।ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।বিজেপির অভিযোগ, অনুমতি থাকার পরেও কিভাবে তৃণমূল মাঠে পতাকা লাগালো।যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ।তবে কোনরকম সংঘর্ষের ঘটনা ঘটেনি।
এই বিষয়ে বিজেপি কোচবিহার জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ বলেন, অনুমতি থাকার পরেও কিভাবে তৃণমূল এই মাঠে পতাকা লাগালো।বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে বলা হলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ২৮ তারিখের পরে এই মাঠে সম্মেলন করতে।তবে আমাদের অঞ্চল সম্মেলন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।যদি কোন উত্তেজনা হয় তা প্রশাসন দেখবে।
এদিকে তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, আগামী ২৮ তারিখ মাতালহাট স্বাস্থ্যকেন্দ্রের মাঠে আমাদের কর্মী সম্মেলন রয়েছে।তার অনুমতি নেওয়া হয়েছে।সেই হিসেবে আজ থেকে কাজ শুরু করা হয়েছে।বিজেপির সেখানে কোনরকম অনুমতি নেই।তারা যা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন।