রাজগঞ্জ, ১৩ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের সন্ন্যাসীকাটার নবগ্রামের দুই আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনা সহ একই ধরনের আরও দুটি ঘটনায় যুক্ত থাকা প্রত্যেককে গ্রেপ্তার সহ কঠোর শাস্তির দাবিতে রাজগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভে সামিল হল বিজেপি।
রবিবার বিজেপির মহিলা ও যুব মোর্চার তরফে মিছিল করে থানার সামনে পৌছায় বিজেপি কর্মী-সমর্থকেরা।মিছিলটি থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেট দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।ব্যারিকেট ভেঙে থানায় ঢুকে পড়ে বিজেপির কর্মী-সমর্থকরা।
বিজেপির অভিযোগ, ১ মাসের মধ্যে সন্ন্যাসীকাটায় তিনটি পৃথক ঘটনায় ৪ জন নাবালিকার ধর্ষণের ঘটনা ঘটে।এছাড়া ২-৩টি মেয়ে নিখোঁজ।এই সমস্ত ঘটনায় পুলিশের ব্যর্থতা সামনে এসেছে।এই কারণে এদিন বিজেপির তরফে নবগ্রামের দুই আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনা সহ সবকটি ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হয়।বিজেপির কর্মী-সমর্থকেরা জানান, পুলিশ অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে আগামীতে বৃহত্তর আন্দোলন নামবেন তারা।
এদিনের কর্মসূচিতে মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা সভানেত্রী টিনা গঙ্গোপাধ্যায়, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ সহ জেলা ও রাজগঞ্জ ব্লকের বহু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।