শিলিগুড়িতে বিজেপির বুথস্তরীয় কর্মশালার আয়োজন

শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে বুথ স্তরীয় কার্যকর্তাদের নিয়ে বিজেপির তরফে একটি কর্মশালার আয়োজন করা হল।


জানা গিয়েছে, শিলিগুড়ির বর্ধমান রোড সংলগ্ন একটি বেসরকারি ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়।এদিনের কর্মশালায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, কিভাবে নির্বাচনী প্রচার করা হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়।

এদিনের কর্মশালায় দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তরবঙ্গের ইনচার্জ রত্নাকর মিশ্র, ন্যাশনাল জেজিএস শিব প্রকাশ,পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সাধারণ সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, অমিতাভ চক্রবর্তী, কিশোর বর্মন সহ অন্যান্য কার্যকতারা উপস্থিত ছিলেন।


সাংসদ রাজু বিস্ত বলেন, আজ বুথ স্তরীয় কার্যকর্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করা হল।আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির বরিষ্ট নেতারা শিলিগুড়িতে আসবেন।তিনি আরও বলেন, ‘২১ শে বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফুল ফুটবে, ২০০ এর বেশী আসনে জয়ী হবে সরকার গঠন করবে বিজেপি’।              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *