শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ বিজেপির ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ ঘিরে সকাল থেকে ব্যাপক উত্তেজনা শিলিগুড়ি শহরে।
বেলা বাড়তেই বনধের সমর্থনে রাস্তায় নামে বিজেপি কর্মীরা। এদিন হিলকার্ট রোডে মিছিল ও পথ অবরোধ শুরু করে বিজেপি। হাশমি চকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এরপরই পুলিশের তরফে আন্দোলকারীদের আটক করতেই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এদিন বিজেপি বিধায়ক শংকর ঘোষ ও আনন্দময় বর্মণকে আটক করে পুলিশ।
বিজেপি নেতা ও কর্মীদের বাসে ওঠাতেই সেই বাস আটকে রাস্তায় বসে পড়ে বিজেপি কর্মীরা। হিলকার্ট রোডে একটি সরকারি বাস আটকে চালককে হেনস্থা করা হয়। বাসের কাচ ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষে পুলিশ লাঠিচার্জ করে।
