নকশালবাড়ি, ৮ ফেব্রুয়ারিঃ দিল্লিতে বিজেপির বিপুল জয়ে সেলিব্রেশন নকশালবাড়িতে।বাজি ফাটিয়ে, গেরুয়া আবির মেখে ও মিষ্টিমুখের মাধ্যমে সেলিব্রেশনে মাতলেন বিজেপি কর্মীরা।
এদিন নকশালবাড়িতে মিছিল করে আনন্দ উল্লাসে মাতেন বিজেপি মন্ডলের সদস্যরা।মিছিলে পা মেলান বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন।
বিধায়ক আনন্দময় বর্মন জানান, দুর্নীতিগ্রস্ত আপ দলকে ক্ষমতাচ্যুত করেছে দিল্লিবাসী।পরের বছর বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে।এই জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভয় শুরু হবে।