পানিট্যাঙ্কি, ৯ এপ্রিলঃ খড়িবাড়ি ব্লকের অন্তর্গত পানিট্যাঙ্কির দুলালজোতে বিজেপির তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।এদিন গোর্খা সম্পদায়ের মানুষের সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিনের কর্মসূচিতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোরঞ্জন মন্ডল, এসসি মোর্চার জেলা সভাপতি রাজেন বর্মন, রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের সহ-সভাপতি দিলীপ মাহাতো, মন্ডল সম্পাদক নারায়ণ ছেত্রী, ববিতা ছেত্রী সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, কেন্দ্র সরকার গোর্খা সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান করতে তৎপর।ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দূর্গা মুর্মুকে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন তিনি।