শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ করোনা মহামারি পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্তসংকট।রক্তসংকট মেটাতে উদ্যোগ গ্রহণ করল ভারতীয় জনতা যুব মোর্চা।
শুক্রবার বিজেপি কার্যালয় জয়মনি ভবনে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে প্রায় ৫০ জন রক্তদান করেন।সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ সহ দলের অন্যান্য কার্যকর্তারা।
ভারতীয় জনতা যুব মোর্চার তরফে জানানো হয় শনিবার থেকে গোটা দেশজুড়ে ১৮ বছরের উর্ধে সকলকে টিকা দেওয়া শুরু হবে।টিকা নেওয়ার পর ২৮ দিন রক্তদান করা যায় না।সেইসময় যাতে রক্তসংকট না হয় এই কারণে টিকা নেওয়ার পূর্বেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।