শিলিগুড়ি, ১৭ জানুয়ারিঃ শিলিগুড়ি সাংগঠনিক বিজেপি যুব মোর্চার তরফে আজ ‘স্বচ্ছ ভারত অভিযান’ শুরু করা হল।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের শ্রবণ নগর এলাকায় বিজেপি ৪ নম্বর মন্ডল কমিটির তরফে সাফাই অভিযান চালানো হয়।এদিন স্থানীয়দের কাছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আবেদনও করেন কার্যকর্তারা।এদিনের কর্মসূচিতে বিজেপি যুব মোর্চা মন্ডলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।