নকশালবাড়ি, ২৬ ডিসেম্বরঃ ২১ শে বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে বিভিন্ন দল।
শনিবার বিজেপির জেলা কমিটি এবং নকশালবাড়ি মন্ডলের তরফে একটি কর্মসূচির আয়োজন করা হল।উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক দিলীপ বারোই, নকশালবাড়ি মন্ডলের সভাপতি মংলু রায়, এসসি মোর্চা মন্ডলের সভাপতি শত্রুঘন সাহানী, মন্ডলের সাধারণ সম্পাদক টিকারাম দহাল সহ অন্যান্যরা।
বিজেপির জেলা কমিটির সম্পাদক দিলীপ বারোই বলেন, আজ নকশালবাড়ি অঞ্চলে একটি কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন ৫৭টি বুথের প্রধানদের সম্মানিত করা হয়েছে।এর পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করার আহ্বান করা হয়।