শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ পুর নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই সরগরম হয়ে উঠছে শহরের রাজনীতি।বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নানান অভিযোগ জমা পরছে প্রশাসনের কাছে।
এবারে বিরোধীদের প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে।সোমবার তৃণমূলের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় মৌখিক অভিযোগ জানালো বিজেপি।এদিন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ,ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মুর উপস্থিতিতে ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পাল থানায় অভিযোগ জানান।
নান্টু পালের অভিযোগ, চক্রান্ত করে প্রচারে বাঁধার সৃষ্টি করছে রাজ্যের শাসকদল।বিভিন্ন সভা প্রশাসনকে দিয়ে বাতিল করার চেষ্টা করা হচ্ছে।নির্বাচনের দিনও ওয়ার্ডে অশান্তি হতে পারে আশঙ্কাও প্রকাশ করেন।এই কারণে প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ভোট করার আবেদন জানান তিনি।
এই বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ জানান, ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস।সেই কারনে যাতে শিলিগুড়ির শান্তিপুর্ন ঐতিয্য যাতে বজায় রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয় সেই বিষয়টি তুলে ধরা হল প্রশাসনের কাছে।
অন্যদিকে এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম দেব জানান, সিপিএম, বিজেপিকে জেতানোর দায়িত্ব তো তৃণমূল নেবেনা।কোথাও বাঁধা দেওয়া হচ্ছেনা।তাঁরা ৪৭ টি আসনে প্রার্থীই দিতে পারেনি।