শিলিগুড়ি, ৮ জুনঃ শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ।ঘটনায় জখম হন বিজেপি কর্মী অসিত পাল।অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে অসিত পালের কাছে একটি ফোন আসে।তাকে সুভাষপল্লী একালায় ডাকা হয়।তিনি যেতে অস্বীকার করেন।এরপর দোকান বন্ধ করে ফেরার সময় বাড়ির সামনে বেশকয়েকজন অসিত পালের উপর হামলা করে বলে অভিযোগ।ঘটনায় গুরুতর জখম হন তিনি।চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা।পরবর্তীতে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ এবং বিজেপি নেতা কর্মীরা।
অসিত পালের অভিযোগ, আমি বিজেপি করি তাই আমাকে মারধর করা হয়েছে।তৃণমুল নেতা সুরজিৎ ঘোষ মারধর করেছে।এমনকি তৃণমূল দলে নাম লেখানোর কথা বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ঘটনা নিয়ে শনিবার ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্বরা।থানার সামনে বিক্ষোভও দেখান তারা।
এই বিষয়ে ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী বলেন, আমাদের কর্মীকে মারধর করা হয়েছে।জোর করে অন্য দল করানোর কথা বলা হচ্ছে।এভাবে গনতন্ত্রকে কেড়ে নিচ্ছে তৃণমূল এমনটাই অভিযোগ করেন তিনি।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা সুরজিৎ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এরকম কোন কিছুই আমরা জানিনা।বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।