বিজেপি কর্মীকে মারধর, বাড়ি-গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়ি, ৩ মেঃ শিলিগুড়ি, ৩ মেঃ বিধানসভা নির্বাচনের ফল ঘোষনা হওয়ার পরই শহরের বিভিন্ন এলাকায় তান্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।


জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের দশরথপল্লীতে বেশকয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।অভিযোগ, ভাঙচুর করা হয় বিজেপি অঞ্চল সভাপতি বিশ্বজিৎ পোদ্দারের বাড়ি-গাড়ি।বিজেপি কর্মী চিন্ময় শর্মাকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বিজেপি যুব মোর্চার সদস্য পিন্টু দাস বলেন, ভোটে হারজিত রয়েছে।তবে হেরে গিয়ে উন্মাদের মত তান্ডপ চালিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।এই নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।পুলিশের সামনেও ভাঙচুর চলে বলেও অভিযোগ তোলেন তিনি।


যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।এই বিষয়ে রঞ্জন সরকার জানান, বারবার সবকিছুতে তৃণমূল কংগ্রেসকে দোষী করা ঠিক না।পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করছে।ভোটের সময় কোনো সমস্যা হয়নি, পরেও কোনো সমস্যা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *