শিলিগুড়ি, ১৪ জুলাইঃ বনধের সমর্থনে শিলিগুড়ির রাস্তায় নেমে আটক বিজেপির বহু নেতা-কর্মী।
এদিন বনধের সমর্থনে শিলিগুড়ির হাসমিচকে নামেন শিলিগুড়ির সাংগঠনিক বিজেপির জেলা কমিটির সভাপতি প্রবীণ আগরওয়াল সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা এবং যুব নেতারা।
তারা রাস্তায় নামতেই শিলিগুড়ি থানার পুলিশ প্রচুর বিজেপি নেতাকর্মীকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যায়। অন্যদিকে শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী আটক হয়েছে।