কলকাতাঃ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে আগামী ৫ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি।এই কর্মসূচি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, আগামী ৫ই আগস্ট রাজ্যের প্রতিটি জেলায় জেলায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি করা হবে এই ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।এই নিয়েই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে বিজেপি।সোমবার এই মামলার শুনানি হয়।মামলার শুনানিতে এই কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
আদালতের বক্তব্য, ২১ জুলাইয়ের দিন মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল।মানুষ আদালতে আসতে পর্যন্ত পারেনি।এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।যেকারনে এরকম ঘেরাও কর্মসূচির অনুমতি দেওয়ার কোন প্রশ্ন আসে না।কর্মসূচি বাতিলের নির্দেশ দেন তিনি।