রাজগঞ্জ, ২৬ মার্চঃ বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো ২০০টি পরিবার।
বুধবার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লী গ্রামে যোগদান সভার আয়োজন করা হয়। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি ও সিপিএম এর ২০০টি পরিবারের কর্মী ও সমর্থক।
এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব তৃণমূল সভাপতি তুষার কান্তি দত্ত, তৃণমূলের মহিলা সভানেত্রী সর্বানী ধারা, মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় ও অঞ্চল সভাপতি ললিত রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।