কোচবিহার, ১৯ জুনঃ কোচবিহারের দিনহাটা সাহেবগঞ্জের টিয়াদহ এলাকায় বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসকে খুনের ঘটনায় তার মামাতো ভাইকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ।ধৃতের নাম সুজয় দাস।এই ঘটনার সঙ্গে কোনরকম রাজনৈতিক যোগ নেই বলে জানালো পুলিশ।
উল্লেখ্য, শনিবার গভীর রাতে দিনহাটার টিয়াদহ এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে শম্ভু দাসের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।এই ঘটনায় তৃণমূল জড়িত বলে অভিযোগ তোলে বিজেপি।যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে।পরবর্তীতে মৃতের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে ঘটনার তদন্তে নেমে শম্ভু দাসের মামাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই।ঘটনার দিন রাতে শম্ভুর সঙ্গে তাঁর মামার ছেলে সুজয় ছিল।ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে।যার মধ্যে একটি শম্ভু, একটি তাঁর মামার ছেলে ও আরেকটি অন্য একজনের।এই সূত্র ধরেই পুলিশ তার মামার ছেলেকে গ্রেফতার করেছে।এর পেছনে প্রেম ঘটিত ঘটনা থাকতে পারে বলে অনুমান পুলিশের।
যদিও বিজেপির অভিযোগ, পুলিশ বিষয়টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে।