শিলিগুড়ি, ২৩ জুনঃ শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা।অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠের সামনে বিজেপির ৪ নম্বর মন্ডলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে কার্যালয়ের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র।
বিজেপি কর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে ইচ্ছে করে বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।আগুন লাগার কারণ এখনও স্পষ্ট না হলেও এর পেছনে শাসক দলের হাত রয়েছে বলেই অভিযোগ বিজেপির।
এই বিষয়ে বিজেপির ৪ নম্বর মন্ডল কমিটির সভাপতি প্রসেনজিৎ পাল জানান, শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে বিরোধীশূন্য করতে বিজেপির দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে তৃণমূলের কিছু দুষ্কৃতী আগুন লাগিয়েছে।গোটা ঘটনার তদন্তের দাবি জানান তিনি।
যদিও তৃণমূলের অন্যতম জেলা সম্পাদক বাবলু পাল জানান, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।এই ধরনের রাজনীতি অন্তত শিলিগুড়িতে হয় না।