শিলিগুড়ি, ৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরভোটে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করতে শিলিগুড়িতে পৌঁছেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
ভবানীপুরে বিধানসভা উপ নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির টিকিটে নির্বাচন লড়েন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।তবে হেরে যান তিনি।এবারে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তারকা প্রচারক হিসেবে প্রচারে এসেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।এদিন শিলিগুড়ির ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার সারেন।
প্রচারে এসে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসকে একহাতে নেন তিনি।শিলিগুড়ি পুরভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করবে বলে জানান তিনি।