শিলিগুড়ি, ২৮ মে: শিলিগুড়িতে জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার৷ যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ল বিজেপির অন্দরে৷
শনিবার হাশমি চকে বিজেপি বিধায়ক ও জেলা সভাপতি আনন্দময় বর্মণের বিরুদ্ধে পোস্টার পড়ে৷ যেখানে লেখা ছিল তিনি দলে একনায়কতন্ত্র চালাচ্ছেন৷ তাঁকে সরিয়ে বিজেপিকে বাঁচানোর কথাও বলা হয়েছে পোস্টারে৷ অন্যদিকে বিজেপির যুব নেতা সৌরভ সরকারকে যুব সভাপতি করার দাবিতেও পোস্টার পড়ে৷ফলে এই অবস্থায় অনেকেই মনে করছে বিজেপির মধ্যে বিক্ষুদ্ধ কিছু কর্মী একাজ করতে পারে৷
যদিও জেলা বিজেপি সভাপতি আনন্দময় বর্মন জানান, তৃণমূল মহকুমা পরিষদ নির্বাচনের আগে এসব করছে৷ দলে কোনো একনায়কতন্ত্র নেই৷
পাল্টা এনিয়ে তৃণমূল জেলা মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, বিজেপি জেলা সভাপতির আগে উচিত দলের ভেতরে খোজ নেওয়া যে কারা এসব করেছে৷তৃণমূলের অনেক কাজ রয়েছে৷ বিজেপি এখন গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার।

