শিলিগুড়ি, ২৯ মার্চঃ ২৬ এর নির্বাচনের আগে শিলিগুড়িতে বিজেপিতে যোগদান করলেন কমিউনিস্ট পার্টির দুই সদস্য।
শনিবার বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়েই ভারতীয় কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সদস্য নারায়ণ গোস্বামী ও শ্যামল বসাক বিজেপিতে যোগদান করেন।এদিন দলীয় পতাকা নতুন দুই সদস্যের হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সদস্যরা।
এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিরোধী দলনেতা অমিত জৈন, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং, রাজু সাহা, নান্টু পাল সহ অন্যান্যরা।