শিলিগুড়ি, ১৪ মার্চঃ ফের তৃণমূলে ভাঙন।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১৫০ জন।জানা গিয়েছে, রবিবার এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫০ জন সদস্য তৃণমূল শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে যোগ দেয়।
এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগরওয়াল,জয়দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা।