শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ উত্তরকন্যা অভিযানের পর বিজেপির একাধিক নেতার নামে মামলা রুজু করল রাজ্য পুলিশ।
জানা গিয়েছে, গত সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানের পর বেশকিছু নেতৃত্বের নামে খুনের চেষ্টা,বেআইনিভাবে জমায়েত, সরকারি কাজে বাঁধা দেওয়া, অস্ত্র নিয়ে মিছিল করা, সরকারি সম্পত্তি নষ্ট করার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে শিলিগুড়ি পুলিশ।পুলিশের পক্ষ থেকে মোট তিনটি মামলা নিউ জলপাইগুড়ি থানায় করা হয়েছে।মঙ্গলবার এই মামলাগুলোর বিষয়ে কলকাতায় রাজ্য পুলিশের সদর দপ্তরে জানিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ফুলবাড়ি মার্ডার মোড়, নৌকাঘাট মোড় এবং তিনবাত্তি মোড়ের মোট তিনটি এলাকার ঘটনার সূত্র ধরেই মামলাগুলো রুজু করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, মিহির গোস্বামী, কৈলাস বিজয়বর্গীয়, তেজস্বী সূর্য, মুকুল রায়, সৌমিত্র খাঁ, জয়ন্ত রায়, নিশীথ প্রামানিক সহ অন্যান্য নেতৃত্বদের নামে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ফুলবাড়ি ও তিনবাত্তি মোড় এলাকা।এই মিছিলে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়।