শিলিগুড়ি,২৫ মার্চঃ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি ছাড়লেন অলোক সেন।তিনি নির্দল হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন বলে জানালেন।ইতিমধ্যেই তিনি মনোনয়ন পত্রও তুলেছেন।
এদিন শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে অলোক সেন বলেন, বিজেপি আদি নেতাদের গুরুত্ব দেয়নি।যারা তৃণমূল বা অন্য দল ছেড়ে এসেছেন তাদেরকে টিকিট দেওয়া হয়েছে এবং এর জন্য তিনি মুকুল রায়কে দায়ী করেন। অভিযোগে বলেন, মুকুল রায় একমাত্র যারা বাইরে থেকে এসেছেন কিংবা তার সঙ্গে যোগাযোগ রয়েছে তাদেরকে টিকিট দিয়েছেন।ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে শিখা চ্যাটার্জিকে টিকিট দেওয়ার পেছনেও তিনি মুকুল রায়ের কাছের লোক বলেই কটাক্ষ করেন।
অলোক সেন আরও বলেন, তিনি নির্দল প্রার্থী হয়েই দাঁড়াচ্ছেন এবং তার মূল প্রতিপক্ষ তৃণমূল।পাশাপাশি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে না বলে দাবি করেন তিনি।গোটা রাজ্য জুড়ে প্রায় ১৭০ জন বিক্ষুব্ধ বিজেপি নেতারা নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়াচ্ছেন বলে এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান।