শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক বিজেপির দুই বিধায়কের

শিলিগুড়ি,২৩ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সেপ্টেম্বর মাস জুড়ে আন্দোলনে নামতে চলেছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি।সোমবার বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি।


এদিন বিধায়ক শংকর ঘোষ বলেন, বিভিন্ন সময় দেখেছেন বৃষ্টিতে শহর বিপর্যস্ত হয়েছে।একাধিক জায়গায় জল জমে রয়েছে।জল নিকাশি ব্যবস্থা শিলিগুড়ি শহরে অতি নিম্নমানের।আজ শিলিগুড়ি শহরের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে।শহরকে অচল করার চেষ্টা করছে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলী।তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে।

অন্যদিকে শিখা চ্যাটার্জী বলেন,আমরা অবিলম্বে  পুরভোটের দাবি জানাচ্ছি।কোভিড বিধি মেনে যে ভাবে বিধানসভা ভোট হয়েছে সেইমতো পুরভোট করা হোক।বর্ষায় পুরনিগমের ১৪টি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে।পানীয় জলের ব্যবস্থা নেই।পুরনিগম দুর্নীতিতে ভরে গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *