শিলিগুড়ি,১ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে শিলিগুড়িতে আলোচনায় বসলো বিজেপি। বিভিন্ন ইস্যুতে ও উত্তরবঙ্গে সংগঠনের ভিতকে আরও শক্ত করতে এদিন বৈঠকের ডাক দেয় বিজেপি। সেবক রোডের একটি ভবনে সেই বৈঠক হয়। যদিও বৈঠকে কয়েকজন বিধায়ক ছিলেন না। এদিনের বৈঠকে ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তও।
দীর্ঘক্ষণ চলে সেই বৈঠক। বৈঠক শেষে রাজু বিস্ত সাংবাদিক বৈঠক করে বলেন, উত্তরবঙ্গ নানাভাবে বঞ্চিত। এখানে উন্নয়ন হচ্ছে না।সেসব নিয়ে আলোচনা হয়েছে বিধায়কদের সঙ্গে।আগামীতে কীভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করা যায় তা দেখছে বিজেপি।তবে ইতিমধ্যেই কিছু উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। উত্তরবঙ্গ কী আলদা রাজ্য হবে? সেই প্রসঙ্গে রাজু বিস্ত জানান, এটা মানুষের দাবি। কারণ উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি।
বিজেপি সূত্রে খবর, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের উত্তরবঙ্গের বিজেপি বিধায়কেরা আলোচনায় বসবেন শীঘ্রই।