শিলিগুড়ি,৪ মার্চঃ শিলিগুড়ি ও বাগডোগরায় বিজেপির নেতা-কর্মীর উপর হামলার অভিযোগ।ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।বুধবার রাতে পৃথক দুটি জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।
বিজেপির শিলিগুড়ি জেলা সাংগঠনিক সভাপতি প্রবীন আগরওয়াল অভিযোগ করে বলেন, বুধবার রাতে বিজেপির শিলিগুড়ি যুব মোর্চার জেলা সহ সভাপতি অনিত দাস একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন।সেইসময় শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের কাছে তার ওপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।ঘটনায় গুরুতর আহত হন অনিত দাস।এছাড়াও আহত হন কৃষ্ণেন্দু সূত্রধর নামে আরোও এক বিজেপি কর্মী।
অন্যদিকে বাগডোগরাতেও এক বিজেপি কর্মীর ওপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন বিজেপির শিলিগুড়ি জেলা সাংগঠনিক সভাপতি প্রবীন আগরওয়াল।তিনি আরও বলেন, “এভাবে হামলা চালিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”
অন্যদিকে এই বিষয়ে যুব তৃনমূল সভাপতি কুন্তল রায় জানান, ‘বাগডোগরায় যে ঘটনাটি ঘটেছে তা বিজেপির দলীয় কোন্দল।অন্যদিকে ইন্ডোর স্টেডিয়ামের সামনে একজন মহিলার শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা একজনকে মারধর করেছে।তবে সে যুব বিজেপির সহ সভাপতি কিনা তা জানা নেই’।