শিলিগুড়ি,১৯ অক্টোবরঃ ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে আজ উত্তরবঙ্গকে পাখির চোখ করেই শিলিগুড়িতে আলোচনায় বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।সেই আলোচনায় একাধিক রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিজেপির একাধিক সাংসদও উপস্থিত ছিলেন।
অন্যদিকে এই আলোচনার প্রতিক্রিয়া হিসেবে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘এখানে আলোচনা করতেই পারেন।কিন্তু বিজেপি নেতারা বাংলায় এসে লঙ্কা কান্ড বাঁধাবেন না।বাংলায় বিভাজনের রাজনীতির করার চেষ্টা করবেন না।ধর্মের ভিত্তিতে এখানে কোনোরকম বিভাজনের রাজনীতি যেন না করা হয়।বাংলার মানুষ সম্প্রীতি এবং ঐক্য নিয়েই থাকেন’।
পাশাপাশি এদিন পর্যটনমন্ত্রী দুর্গাপূজা নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে বলেন, কলকাতায় রাজ্য নেতৃত্বের তরফে এই আইন অনুধাবন করা হচ্ছে এবং তাদের যা করণীয় তারা করবেন।তবে কঠোর সুরক্ষাবিধি মেনেই মানুষের দুর্গাপূজায় সামিল হওয়া উচিত।