ধূপগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ বিজেপি পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির নিরঞ্জন পাঠ এলাকায়।মৃতের নাম সঞ্জয় রায়।তিনি ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নিরঞ্জনপাট এলাকার ১৫/১১৫ নং বুথের পঞ্চায়েত সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তার বাড়িতে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ধূপগুড়ি থানার পুলিশ।
বিজেপির ধূপগুড়ি বিধানসভা কমিটির আহ্বায়ক কমলেশ রায় জানান, ‘সাতসকালেই মৃত্যুর খবর পেলাম।এলাকার পঞ্চায়েত সদস্য হিসেবে উনি খুব ভালো লোক ছিলেন। প্রত্যেকের সঙ্গে তার ভালো যোগাযোগ ছিল। তার হঠাৎ করে এভাবে মৃত্যু মেনে নিতে পারছি না।ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে। মৃতের কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।আমরা পরিবারটির পাশে আছি’।
মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।