শিলিগুড়ি,১২ মার্চঃ ‘কাজ করতে ভালোবাসি তবে কাজ করতে পারছিলাম না, ভয়ঙ্কর দ্বন্দে সময় কাটছিল। সেইসময় বিজেপি নেতা রাজু বিস্ত হাত ধরেন’। বিজেপিতে যোগদান করে এমন মন্তব্য করলেন শঙ্কর ঘোষ।তিনি জানান, যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা একদম সঠিক।
প্রসঙ্গত, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার কৈলাস বিজয়বর্গীয় ও রাজু বিস্তের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন দীর্ঘদিনের বামপন্থী নেতা শঙ্কর ঘোষ। রাজু বিস্ত জানান, শঙ্কর ঘোষ সাধারন মানুষের কথা ভাবেন। এই ধরনের নেতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৈলাশ বিজয়বর্গীয় জানান, আজ সকালেই শঙ্কর ঘোষের সঙ্গে তার দেখা হয়, উনি সাধারন মানুষ,গরীব মানুষের জন্য কাজ করতে চান। দল তাকে অবশ্যই সেই সুযোগ করে দেবে। তবে বিধানসভা ভোটে শঙ্কর ঘোষকে প্রার্থী করা হচ্ছে কিনা সেই বিষয়ে পরিস্কার করে এদিন কিছু জানানো হয়নি।
এদিকে দলে যোগ দিয়ে প্রথমেই শঙ্কর ঘোষ প্রয়াত বিজেপি নেতা অভিজিৎ রায়চৌধুরীর কথা স্মরণ করেন।সেইসঙ্গে বামপন্থী দলকেও একহাত নেন তিনি। জানান, মতাদর্শ ও অনুশাসনের নামে বাম ছাত্র-যুবদের নীরবে বলি দেওয়া হয়।ভোটের সময় একই প্রার্থী বারংবার নির্বাচিত হওয়াতেও বিরক্ত প্রকাশ করেন তিনি।বলেন, ‘এই দল পরিবর্তনে ভয় পায়’।