‘বিজেপি-তৃণমূল একে অপরের পরিপূরক’-কটাক্ষ মহম্মদ সেলিমের

শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ ‘বিজেপি-তৃনমুল একে অপরের পরিপুরক।এক জেল থেকে আরেক জেলে যাচ্ছেন তাদের নেতা কর্মীরা’।শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন হিন্দি স্কুল ময়দানে সিপিএম এর ফুলবাড়ি  এনজেপি এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এক জনসভায়  উপস্থিত হয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।


এদিন তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনে লড়াই করবে কংগ্রেস এবং বাম জোট।তৃণমূল ক্ষমতায় থাকবে না। আসন্ন বিধানসভা নির্বাচনে কিছু আসনে বিজেপির সাথে লড়াই হবে বাম ও কংগ্রেসের এবং কিছু আসনে লড়াই হবে তৃণমূলের সাথে।তবে ক্ষমতায় আসবে বাম এবং কংগ্রেস জোট।আসন্ন নির্বাচনে বামেদের ফল ভালো হবে।বিজেপি এবং তৃণমূল মানুষ কাউকেই পছন্দ করছে না।

অন্যদিকে কোভিড ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, মোদি সরকার ভ্যাকসিন নিয়েও রাজনীতি করছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বাম বিধায়ক অশোক ভট্টাচার্য সহ সিপিআইএম এর নেতা কর্মী-সমর্থকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş