শিলিগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে প্রথম আয়োজিত হতে চলেছে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের নিয়ে ‘ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ’।
শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন এর সদস্যরা।
এদিন সংগঠনের সদস্য অনুপ বোস বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন ব্যবস্থাপনায় ১২ সেপ্টেম্বর আগামী রবিবার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় ময়দানে ‘ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ’ আয়োজিত হবে।৪টি দল এই চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করবে।তার মধ্যে দুটি দল কালিম্পং এবং মালদার।পাশাপাশি রয়েছে বিধাননগর ভিমবার ব্লাইন্ড স্কুল ও কলকাতার ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের একটি দল।এই চ্যাম্পিয়নশিপ পরিচালনা করছে ব্লাইন্ড ফেডারেশন।তিনি আরও বলেন, চারটি টিমকে সংবর্ধনা দেব।