শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ দৃষ্টিহীনদের নিয়ে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হল ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ।এদিনের ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।
শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম ও ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গলের সহযোগিতায় রবিবার এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।মোট ৪টি দল অংশগ্রহণ করে।
ইউনিক ফাউন্ডেশন সংগঠনের তরফে অনুপ বসু জানান, শিলিগুড়ির মানুষকে এই ধরণের একটি অনুষ্ঠান উপহার দিতে পেরে ভালো লাগছে।আগামীতে এই ধরণের খেলা শহরবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করবো।