রাজগঞ্জ, ৯ ফ্রেব্রুয়ারিঃ রবিবার রাজগঞ্জ ব্লক জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর প্রথম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল রাজগঞ্জের চান্দারবাড়ি গুলুকান্ত হাইস্কুলে।এদিন সন্মেলনের মধ্যে দিয়ে বিভিন্ন লোকশিল্পরা ভাওইয়া গান ও বিভিন্ন লোকসংগীত তুলে ধরেন৷
তারা বলেন, পারিবারিক আর্থিক দুর্বলতা এবং উপযুক্ত সহযোগিতার অভাবে অনেক শিল্পী হারিয়ে যেতে বসেছে।বিশেষ করে গ্রামের শিল্পীদের কাছে এটা বড় সমস্যা। সুযোগ পেলে ভাল শিল্পী উঠে আসতে পারে গ্রাম থেকে।এর জন্য সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের উত্তরা বর্মন, রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়,পানিকউরি গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোক রায়, সমাজসেবী লক্ষমোহন রায় প্রমুখ।