খড়িবাড়ি, ২ এপ্রিলঃ শনিবার খড়িবাড়িতে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট ভবনের শিল্যানাস করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের প্রায় ১ কোটি টাকা বরাদ্দে এই নতুন ভবনটি তৈরি হবে বলে জানা গিয়েছে।এদিন ভবনের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, খড়িবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সফিউল আলম মল্লিক, এসজেডিএ সদস্য কাজল ঘোষ সহ অন্যান্যরা।
এদিন গৌতম দেব জানান, আগামী তিন চার দিনের মধ্যে ভবনের কাজ শুরু হবে।দ্বিতল বিশিষ্ট এই নতুন ভবনের জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।মূলত রক্তের পরীক্ষার জন্য ল্যাব তৈরি করা হবে।শহরাঞ্চলের পর গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে।এতে এই এলাকার মানুষ উপকৃত হবে।