শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া গৌরাঙ্গ পল্লীর বাসিন্দা রঞ্জিত দাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত।সাহায্যের আর্জি পরিবারের।
জানা গেছে, সম্প্রীতি কিছুদিন আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন রঞ্জিত দাস।তিনি পেশায় শিলিগুড়ি পুরনিগমের কন্টাক্টচুয়াল কঞ্জারভেন্সী ওয়ার্কার।স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকেন।শহরের একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলেও চিকিৎসকরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।বর্তমানে স্ত্রী চন্দনা দাস পরিচারিকার কাজ করে সংসার চালাচ্ছেন।এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানিয়েছেন রঞ্জিত দাস ও স্ত্রী চন্দনা দাস।
এদিন রঞ্জিত দাস বলেন, ব্লাড ক্যান্সারের কারণে উঠতে-বসতে খুবই অসুবিধা হচ্ছে।কাজ করতে পারছি না।যদি সকলে মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুনরায় সুস্থ হয়ে উঠবো।
স্ত্রী চন্দনা দাস বলেন, কিছুদিন আগে স্বামীর ব্লাড ক্যান্সার ধরা পড়ে।চিকিৎসকেরা বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।স্বামী দশ বছর ধরে শিলিগুড়ি পুরনিগমের কর্মরত।তবে বেতন সমস্যায় তিন সন্তানকে নিয়ে সংসার চালাতে সমস্যায় পড়েছেন।এই পরিস্থিতিতে স্বামীকে সুস্থ করে তুলছে সাহায্যের আর্জি জানান তিনি।
কোনো সহৃদয় মানুষ পরিবারটিকে সাহায্য করতে চাইলে 80168-86401 এই নম্বরে যোগাযোগ করুণ।