রাজগঞ্জ, ৩১ জুলাইঃ স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রাজগঞ্জের বন্ধুনগরে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
জানা গিয়েছে, রবিবার রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরে ভুটকি ব্যান্ডমিন্টন অ্যাকাডেমি ও জরিনা ফাউন্ডেশনের তরফে এবং রোটারি ব্ল্যাড ব্যঙ্ক ও শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের সহযোগিতায়এই শিবিরের আয়োজন করা হয়।এলাকার যুব ও মহিলারা এদিন স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসেন।এছাড়াও বহু মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক।
এই বিষয়ে পদ্মশ্রী করিমুল হক বলেন, আজ সমাজসেবী সংস্থার পক্ষ থেকে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।এখানে পুরুষেদের পাশাপাশি মহিলারাও রক্তদান করছেন।রক্ত সংকট মেটাতে সাধারণ মানুষেরদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
অন্যদিকে সংস্থার সদস্যারা জানান, ১৫০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।সংগৃহীত রক্ত রোটারি ব্ল্যাড ব্যঙ্ক পাঠানো হবে।আগামীতে এই ধরনের কাজ করা হবে বলে জানান তারা।